Thursday, January 15, 2026

জীবনের বিজ্ঞান, মহাবিশ্বের মহাবিস্ময়, মহাকাশ অভিযানের কাহিনী, পদার্থের স্বরূপ, কালজয়ী বিজ্ঞানীদের গল্প - এসব নানা চমকপ্রদ বিষয়ে বিভিন্ন সময়ে আমার লেখাগুলোকে নিয়ে তৈরি করেছি , 'বিচিত্র বিজ্ঞান' নামের এই ওয়েব সাইট। বিজ্ঞানের প্রতি মানুষের আগ্রহ সৃষ্টি করা এবং বিজ্ঞানকে জনপ্রিয় করার ইচ্ছে নিয়েই সহজ-সরল বাংলা ভাষায় লেখাগুলো এই সাইটে প্রকাশ করা হয়েছে।  আশা করছি, দিনে দিনে আরো নিত্যনতুন লেখা যোগ করা হবে।

Homeবিবিধ বিজ্ঞানরংপুর লাইম: বাংলাদেশের রংপুরে জন্ম নেওয়া বিশ্ববিখ্যাত সাইট্রাস ফল

রংপুর লাইম: বাংলাদেশের রংপুরে জন্ম নেওয়া বিশ্ববিখ্যাত সাইট্রাস ফল

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক ধরনের সাইট্রাস (citrus) জাতীয় ফলের চাষ করা হয় যা দেখতে কমলার মত হলেও স্বাদ লেবুর মতই প্রচন্ড টক। এটি আসলে কমলা (Citrus reticulata) এবং জামিরের (Citrus media) একটি ন্যাচারাল হাইব্রিড। এটি রংপুর লাইম (Rangpur Lime) হিসাবে পরিচিত। বোটানিক্যাল নাম হলো
Citrus x limonia, ফ্লোরিডা ছাড়াও ক্যালিফোর্নিয়াতেও এর চাষবাদ হয়। পশ্চিমা বিশ্বে রংপুর লাইমের জনপ্রিয়তা ইদানিং বৃদ্ধি পেয়েছে।
লেবুর বিকল্প হিসেবে এর চাষ করা হয়। স্বাদে ভীষন টক হলেও এর চমৎকার একটি ফ্লেভার আছে। সেজন্য শৌখিন মানুষের কাছে এর বিশেষ কদর রয়েছে। রংপুর লাইম গাছটি বেশ সুন্দর দেখতে। অনেকে একে অর্ণামেন্টাল প্ল্যান্ট হিসেবে ব্যবহার করেন। মধ্য আমেরিকার কিছু দেশে একে রুট স্টক হিসেবেও ব্যবহার করা হয়।
এর উৎপত্তি কিন্তু আমাদের বাংলাদেশের রংপুর জেলায়। এর ইতিহাস সম্বন্ধে বিশদ জানা না থাকলেও ধারণা করা হয় এর উৎপত্তি হয়েছিল ব্রিটিশ ঔপনিবেশিক আমলে ঊনবিংশ শতাব্দীর কোন এক সময়। ‌ সে সময় রংপুরের এক লেবুর বাগানে আকস্মিকভাবেই এই হাইব্রিড গাছটির সন্ধান পাওয়া গিয়েছিল। সেখান থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পশ্চিমা দেশে এটি ছড়িয়ে পড়ে এবং জনপ্রিয়তা পায়। আশ্চর্য ব্যাপার হলো আমাদের দেশের রংপুরে উৎপত্তি হলেও, আমরা এর সম্বন্ধে তেমন কিছুই জানিনা।
Tanvir Hossainhttps://bichitrobiggan.com
তানভীর হোসেন ছাত্র জীবন থেকেই বিজ্ঞান নিয়ে লেখালেখি করছেন। সহজ সরল বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করা তার লেখার অন্যতম বৈশিষ্ট্য। বাংলাদেশে বিজ্ঞানে জন সচেতনতা সৃষ্টি করা এবং তরুণ সমাজকে বিজ্ঞানমনস্ক করে তোলা তার লেখার মূল উদ্দেশ্য। তানভীর হোসেনের লেখা দুটো বিজ্ঞান বিষয়ক বই, "শতাব্দীর বিজ্ঞান" এবং "বিচিত্র বিজ্ঞান" পাঠক সমাদৃত হয়েছে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular